নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ জানুয়ারি সোমবার পাটকেলঘাটায় তালা উপজেলা শাখার বাষিক কর্মী সম্মেলন ও জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় স্বাগত মিছিলটি পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলামিন মাদ্রাসার সামনে পথসভার মাধ্যমে শেষ হয়। সরুলিয়া ইউনিয়ন আমির মাওলানা জহুরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা শুরা সদস্য এস এম রেজাউল করিম,উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি আব্দুল হালিম, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা শহিদুর রহমান, সরলিয়া ইউনিয়ন জামাতের সাবেক আমির ও চেয়ারম্যান প্রার্থী শাহ আলম, জামাতের সদস্য অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, আগামী ২৭শে জানুয়ারি সোমবার ফুটবল মাঠে জামায়াতে ইসলামের কেন্দ্র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তালা উপজেলার বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন। দলমত নির্বিশেষে সকলকে সম্মেলনে আসার জন্য আহ্বান জানান।