রাহাত রাজা: স্বামীর পরকীয়া এবং অত্যাচারে দেশ ছাড়তে বাধ্য হন সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী নুরজাহান মঞ্জুর
আমেরিকা থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে ভিডিও বার্তায়
নুরজাহান মঞ্জুর জানান তৎকালীন সাতক্ষীরা পুলিশ সুপার মজরুল কবিরের পরকীয়ার প্রতিবাদ করলে শারীরিকভাবে নির্যাতনের শিকারহন তিনি
এক পর্যায়ে চৌধুরী মঞ্জুরুল কবিরের পরিবারের সদস্যদের চাপে দেশ ছাড়তে বাধ্য হন।
জানা যায় চৌধুরী মঞ্জুরুল কবিরের বোন মৌসুমি কবিতা, মনজুরুল কবিরের পরকীয়া সহ নানা দুর্নীতিতে বাধা না দিয়ে প্রশ্রয় দেন। মঞ্জুরুল কবিরের বোন মৌসুমি কবিতা যুবলীগনেত্রী।
মঞ্জুরুল কবিরের ছোট মেয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর জন্যেও মনজুরুল কবির দায়ী বলে জানা গেছে।
এসকল বিষয়ে মঞ্জুরুল কবিরের স্ত্রী নুরজাহান মঞ্জু পুলিশ হেডকোয়ার্টরসে কয়েকবার অভিযোগ দিয়েও বিচার পাননি। তিনি বলেন অন্যায়ের প্রতিবাদ করলে মঞ্জুরুল কবির ও তার পরিবার বেশি অত্যাচার করতো। এক পর্যায়ে নুরজাহান মঞ্জুর দেশ ছাড়তে বাধ্য হন।