ডেস্ক রিপোর্ট ঃ করোনা নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় সাত দিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। আগামী ১৪ এপ্রিল থেকে এ লকডাউন শুরু হবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ১৪-২১ এপ্রিল অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে।
তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকারে বের হওয়া যাবে। এছাড়া টিকাকার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা নিতে যাতায়াত করা যাবে।
দেশে করোনার বেড়ে যাওয়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউন বা বিধি-নিষেধের মেয়াদ ১১ এপ্রিল রাত ১২টায় শেষ হয়।
এ নিয়ে গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বর্ধিতত করা হয়।