নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন ২৭ তম আন্ত: ক্লাব জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা ২০২৪ এ অংশগ্রহণকারী সাতক্ষীরা রাইফেল ক্লাবের জেলা টিম ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, রাইফেল ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এনছান বাহার বুলবুল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, ন্যাশনাল স্যুটার ও রাইফেল ক্লাবের সদস্য মাহফুজার রহমান, টিম ম্যানেজার ঈসা গাজী, মো: শাহজাহান কবির। আগামী ৬ ফেব্রুয়ারি ২৭ তম আন্ত: ক্লাব জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় সাতক্ষীরা থেকে অংশগ্রহণ করবেন, স্যুটার তাহমীদ শাহরিয়ার রেজা,সজীবুর রহমান, মো: সৌরভ, মো: ফরহাদ হোসেন, শিহাব মাহমুদ, শেখ রেহানুল কবির,তাসফিয়া হাসান শাম্মী, অপু কর্মকার, মোহাম্মদ বিন কবির, মারিয়া সুলতানা, ইসরাত শারমিন, মেহজাবীন স্নেহা,তাসমিম, ইসরাত জাহান, নুসরাত আমিন, প্রেনা মির্জা, লামিয়া মীর্জা, শফিকুল ইসলামসহ সর্বমোট ১৮ জন।
এসময় বিদায়ী টিমকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ধৈর্য ও সাহসিকতার সহিত খেলা করতে হবে । সব সময় মনোবল দৃঢ় রাখলে
বিজয়ী হবে। ফুটবল, ক্রিকেটে সাতক্ষীরার খেলোয়াররা দেশের সুনাম বয়ে আনছে তোমরাও এই খেলায় সাতক্ষীরা তথা দেশের সুনাম বয়ে আনবে।