৩০০শত দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন আনোয়ার খাঁন ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরিব, অসহায় মানুষের মাঝে আনোয়ার খান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১০ টায় কেশবপুর ভান্ডার খোলাসহ পাশ্ববর্তী ৬ টি গ্রামে ও পরে বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের নারিকেলতলা এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আব্দুল গফুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন আনোয়ার খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক ইনচার্জ এম.এ. হুসাইন (শিমুল)। এসময় উপস্থিত ছিলেন পরিচালক মো. মনিরুজ্জামান পান্না, মোঃ কামাল হোসেন, মো. সাইফুজ্জামান পল্টু, মাসুদুজ্জামান প্রমুখ। এসময় কেশবপুর ও সাতক্ষীরায় ৩০০ শত জন পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যে আনোয়ার খাঁন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাড়ান একটি মহত কাজ। আগামীতে আরো বড় পরিসরে মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আমিনুর রহমান।
ক্যাপশন ঃ ৩০০ শত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন আনোয়ার খাঁন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এমএএইচ শিমুল।