বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে থানা পুলিশের অভিযানে দুই গরু ও নছিমন গাড়িসহ দুই চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধা ৬টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নির্দেশে এসআই সেলিম, এসআই মামুন ও সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এর সহযোগিতায় সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা সদরের আবাদের হাটে গরু বেচাকেনা কালে হাতেনাতে তাদেরকে নছিমনগাড়ি ও গরু সহ আটক করেন। আটককৃতরা হলেন খুলনা জেলা কয়রা উপজেলার জায়গীরমহল গ্রামের মৃত কওছার মোল্যার ছেলে মহিন আলী (২৮)। আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামের নজু সরদারের ছেলে আজিজুর রহমান (৩২)। উল্লেখ্য চোরাইকৃত গরু মালিকের নিকট জিম্মা রাখা হয়। এ ব্যাপারে আশাশুনি থানায় (৩) তাং- ০২/০৩/২১ মামলা রুজু করে আসামীদেরকে বুধবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট