নিজস্ব প্রতিনিধি: আশাশুনি দয়ারঘাট সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোলপেটুয়া নদীর জোয়ারের পানি টুকে এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে । মঙ্গলবার দুপুর দিকে মরিচ্চাপ নদী,খোলপেটুয়া ও বেতনার নদীতে জোয়ারের পানি বৃদ্ধি হয়ে দয়ারঘাট,জেলেখালি, আশাশুনি সদর, কুড়িকাহনিয়া সহ হরিশখালী গ্রামে নদীর অভারফ্লো হয়ে পানি ডুকছে।
ভেড়িবাাঁধ ভেঙ্গে এলাকার শত শত মাছের ঘের ও গ্রাম প্লাবিত হয়েছে ।
আম্পানে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্থ ছোট ছোট কয়েকটি পয়েন্ট ৯ মাস ধরে বাঁধতে পারেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ নিয়ে এলাকার স্থানীয়দের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে ।
এ ব্যপারে প্রতাপনগর ইউপি চেয়ার জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন বাঁধ গুলো বাঁধতে না পারলে রাতের জোয়ারে পানি ঢুকে আরো প্লাবিত হতে পারে ।
সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন বলেন এখানে ভাঙ্গবে আমরা আরো আগে থেকে জানি আমি বার বার পানি উন্নয়ন বোর্ডের উদ্ধোর্তন কর্মকর্তাদের বলেছি কিন্তু তারা বিষটি গুরত্বদেননি গতকাল ও আমি স্থানীয় লোকজন কে নিয়ে ভেড়ি বাঁধে কাজ করেছি।
আজ অতিরিক্ত জোয়রের পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় পাঁচটি পয়েন্টে রিং বাঁধ ভেঙ্গে আমার ইউনিয়নে কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে।
আশাশুনি নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান জানান তিনি এলাকা পরিদর্শনে গিয়েছেন এবং দ্রুত বাদ সংস্কারের কাজ শুরু করা হয়েছে।