ফিরোজ হোসেন : সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কামালনগর মধ্যপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কার্যসহকারী মো. আব্দুল মোত্তালেব, ঠিকাদার মো. সাইদুল ইসলাম। এলাকাবাসীর মধ্যে আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রউফ, জাকির হোসেন, আব্দুর রশিদ, শিমুল হোসেন, হাফিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উল্লেখ্য পৌরসভার অর্থায়নে কামালনগর মধ্যপাড়া এলাকার আব্দুর রউফের বাড়ির সামনে হতে আব্দুর রশিদের বাড়ির সামনে পর্যন্ত ১৫০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে নির্মান কাজ করা হচ্ছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
পূর্ববর্তী পোস্ট