গতকাল ১১ সেপ্টেম্বর সাতক্ষীরার ভোমরা বন্দরে শ্রমিকনেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন শিরোনামে স্থানীয় পত্রদূত পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। ঘটনাটি আদৌও সত্য নয়। মানববন্ধনের নামে সংবাদ কর্মীদের দিয়ে মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে মানববন্ধনে শ্রমিক নেতাদের নামে যে মামলা দেওয়ার কথা আমার বিরুদ্ধে বলা হয়েছে সেই মামলায় আমার সাথে কোন সম্পর্ক নেই। কে বা কারা মামলাটি করেছে তাও আমি আফসার আলী ও আসাদুর রহমান জানিনা। আমি আফসার আলী, শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজ, শ্রীরামপুর হাইস্কুল ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার সভাপতি দায়িত্ব পালন করার কারণে মহিউদ্দিন মেম্বার, নাজমুল আলম মিলনসহ স্বার্থান্বেষী মহল আমাকে হেও প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
আলহাজ্ব আফসার আলী
বিশিষ্ট ব্যবসায়ী,
ও সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান আসাদ। প্রেস বিজ্ঞপ্তি