ডেস্ক রিপোর্ট ঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে চাকর-বাকর ও দাসি-বান্দির মতো আচরণ করছে। জাতীয় পার্টিকে মূল্যায়ন করছে না। আওয়ামী লীগ তাদের বিপদে জাতীয় পার্টির সাথে একত্রিত হয়েছিল। উপ নির্বাচন ও ইউপি নির্বাচনে জাতীয় পার্টিকে অবহেলা করছে।
মঙ্গলবার শহরের ফেনীতে একটি মিলনায়তনে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। দুই দলই জনবিচ্ছিন্ন দল, তারা নিজেদের কথা চিন্তা করেন। জনগণের কথা চিন্তা করেন না।
আমরা বিরোধী দল হলেও জনগণ ও দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া এখনও আমাদের বিরোধী দল হিসেবে মানতে পারছেন এটা সত্য।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের মধ্যে বিভেদ তৈরী করেছে। স্বাধীনতার চেতনাকে ব্যবহার করেই এ চেতনাকে ধ্বংস করছে। দেশের মানুষের স্বপ্ন ছিলো দেশের মালিক হবে জনগণ, এখন সেই দেশে জনগণের অবস্থান কোথায়।
আওয়ামী লীগ এবং বিএনপি দু’দলই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগ একবার ও বিএনপি ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন দল। দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের জীবন-যাপন অসহনীয় হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যৈ কোনো নৈতিক পাথর্ক্য নেই।
বিএনপি প্রথম বিচার বহিরভূত হত্যা শুরু করেছে। বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ গণতন্ত্রকে হত্যা করেছে তারা। আওয়ামী লীগ ও বিএনপি স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছেন। এখন দেশে কোনো গণতান্ত্রিক অবস্থা নেই। দ্রব্যমূল্যে মানুষ দিশেহারা। সরকার দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করছে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ে তথ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। এটি উচিৎ নয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এমন একটি সরকার চায় যারা জনগণের কথা বলবে। বর্তমান সরকার মানুষের উপর নানাভাবে নিষ্পেষিত করছে। দুর্নীতিতে জর্জরিত সরকার দলের এমপি মন্ত্রীরা। এভাবে দুর্নীতিতে শাসকরা জড়িয়ে পড়লে মানুষ যাবে কোথায়।