মোঃ আকবর হোসেন, তালাঃ
সাতক্ষীরা তালার নারায়নপুর বিলে কৃষি জমি থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে জমির মালিক ও মেশিন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কর্তৃক বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও শাস্তিধারা ১৫ এর ৫ মোতাবেক শনিবার (১৩ মার্চ) অভিযান চালিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট সহকারী মো. মনিরুজ্জামান জানান, উপজেলার নারায়নপুর বিল থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় বালি উত্তোলন বন্ধ করা সহ জমি মালিক ঘোনা গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে আব্দুল জলিল সরদার এবং বালি উত্তোলনের মেশিন মালিক খড়েরডাঙ্গা গ্রামের মৃত. ইব্রাহীম গাজীর ছেলে ইকবাল গাজীকে আটক করা হয়।
আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তারিফ-উল-হাসান কর্তৃক অভিযুক্ত দু’ ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোঃ আকবর হোসেন
মোবাইল নং ০১৭১৯-৪৩২১০৪
তারিখ ঃ ১৪-০৩-২০২১